১৯৬৮ সালে ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর ইয়থ ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ অত্র এলাকায় নারী শিক্ষা প্রসারে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব অনুধাবন করে স্বেচ্ছা সেবক কতিপয় শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে বর্তমান লক্ষ্মীপুর স্কুল ও কলেজ ক্যাম্পাসে ১৯৭০ সালে পাঠদান শুরু করে। শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ০১-০১-১৯৭১ ইং সালে বর্তমান স্থানে স্থাপিত হয়ে ১৯৭২ ইং সালে জুনিয়র গালর্স স্কুল হিসাবে প্রথম স্বাকৃতি প্রাপ্ত হয়। পরবর্তীতে ১৯৭৬ সালে কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়ে অদ্যবধি সুনামের সাথে পাঠদান করে চলছে। তৎকালীন ইয়থ ক্লাবের সকল সদস্যবৃন্দের নিকট বিদ্যালয়টি চিরকৃতজ্ঞ।
বিদ্যালয়টি গাইবান্ধা জেলা শহর থেকে ১৩ কিমি উত্তরে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী লক্ষ্মপুর হাটের পাশে মনোরম পরিবেশে ০.৯২ একর জমির উপর অবস্থিত। প্রতিষ্ঠানটির অবকাঠামো মোটামুটি ভালো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস