Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গাইবান্ধা সদর উপজেলা হতে ১৪ কিলোমিটার উত্তরে গাইবান্ধা সনু্দরগঞ্জ সড়কের উভয় পার্শে হাট লক্ষ্মীপুর নামক স্থানে  লক্ষ্মীপুর ইউনিয়ন অবস্থিত।ব্যবসা  বাণিজ্যে প্রসিদ্ধ ঐতিহ্যবাহি হাটের কারণে এই এলাকা ও তার বাহিরে সুপরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন। হিন্দু অধ্যুসিত এই  এলাকায় বেশ কিছু হিন্দু জামিদার পরিবারের বসবাস ছিল। কথিত আছে হিন্দুদের সম্পদের দেবী লক্ষ্মীরনামে তৎকালীন হিন্দু জমিদারেরা এই এলাকার নাম লক্ষ্মীপুর রাখেন। তখন থেকে এই ইউনিয়ন লক্ষ্মীপুর ইউনিয়ন নামে পরিচিত লাভ করে। লক্ষ্মীপুর ইউনিয়নের দক্ষিণে কুপতলা ও খোলাহাটি ইউনিয়ন, পূর্বে মালিবাড়ি ইউনিয়ন, পশ্চিমে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন এবং উত্তরে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ও ছাপড়হাটি ইউনিয়ন অবস্থিত। কালের স্রোতে আজও এই ইউনিয়নে  শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা এবং আর্থসামাজিক  কর্মকান্ড সহ বিভিন্ন ক্ষেত্রে  নিজস্ব স্বকীয়তা  বিদ্যমান।

দায়িত্বরত চেয়ারম্যান

:

জনাব মোঃ আবুল কালাম আজাদ

ইউনিয়নের নাম ও ঠিকানা

:

১নং লক্ষ্মীপুর ইউনিয়ন,গাইবান্ধা সদর, গাইবান্ধা।

আয়তন

:

৫৫৭৪একর(২৫.৬২ বর্গ কিঃ মিঃ)

লোকসংখ্যা

:

মোট: ৩১,৬৯৪ জন

নারী ১৬,১৯১ জন   পুরুষ: ১৫,৫০৩ জন      

(২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

গ্রামের সংখ্যা

:

১৯ টি।

মৌজার সংখ্যা

:

৫ টি।

হাট/বাজার সংখ্যা

:

১ টি।

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম

:

সিএনজি, রিক্সা, বাস, অটো রিক্সা, পিক-আপ ভ্যান,

শিক্ষার হার

:

৩৯.৬৮%(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

প্রাথমিক বিদ্যালয়

:

সরকারি-৭ টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়

:

০৪ টি,

বালক উচ্চ বিদ্যালয়ঃ

:

৩টি,

বালিকা উচ্চ বিদ্যালয়

:

২ টি

মাদ্রাসা

:

২টি।

কলেজ

:

২ টি।

ঐতিহাসিক/পর্যটন স্থান

:

দেলোয়ার পাগলা বাবার মাজার।

ইউপি ভবন স্থাপন কাল

:

৩১শেজুলাই১৯৮৩।

নব গঠিত পরিষদের বিবরণ

:

১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ইউনিয়ন পরিষদ জনবল

:

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

 

 

ইউনিয়নের হাসপাতাল সংখ্যা

:

 

 (ক) ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র-  ১  টি

(খ) স্বাস্থ্য কেন্দ্র- ১টি

(গ) কমিউনিটি ক্লিনিক- ৪টি

 

:

 

খাদ্য গুদামের সংখ্যা

:

১ টি (শ.গ.ঋ.প)

কার্যরত এনজিও এর সংখ্যা

:

০৫টি

রেললাইন

:

১কিলোমিটার

রাস্তা (কি.মি)

:

১৪৫ কি.মি(প্রায়)

মোট কাচাঁ রাস্তার দৈর্ঘ্য

:

কাচারাস্তা:  ১২০ কি.মি 

মোট পাকা রাস্তার দৈর্ঘ্য

:

পাকারাস্তা:  ২৫ কি.মি

নদ-নদী

:

০৪ কিলোমিটার, লেংগানদী

মোট আবাদী জমি

:

  ১৭৭০ হেক্টর

(ক) উচু জমি বন্যা মুক্ত ৪০৫ হেক্টর               

(খ) মাঝারী উচু জমি   ১২১৪ হেক্টর    

(গ) নিচু জমি               ১৫১ হেক্টর

ভুমির ব্যবহার

:

(ক) এক ফসলী জমি    ১৭৭ হেক্টর

(খ) দুই ফসলী জমি      ১২৩৯ হেক্টর               

(গ) তিন ফসলী জমি     ৩৫৪ হেক্টর       

খাদ্য পরিস্থিতি (বার্ষিক)

:

(ক) মোট উৎপাদন         ৬,৩২০.৬৫    মেট্রিক টন

(খ) মোট চাহিদা             ৫৫০            মেট্রিক টন

(গ) মোট উৎবৃত্ত           ১৩৫০.৭৫       মেট্রিক টন

ইউনিয়নের বর্তমানে চাষকৃত প্রধান ফসলাদীঃ

:

ধান, পাট, গম,, সরিষা ভুট্টা ও মৌসুমী রবি শষ্য।

ইউনিয়নের সেচ ব্যবস্থা

:

গভীর এবং অগভীর সেচ ব্যবস্থা দুটোই আছে