Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

 

দেলোয়ার পাগলার মাজার

 শত বছরের কাল পরিক্রমায় লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মৌজায় উত্তর বালাআটা গ্রামে দেলোয়ার পাগলার মাজার অবস্থিত। এই মাজারে প্রতি বছর বৈশাখ মাসে মহাসমারোহে এক দিনব্যাপী ওরশ  অনুষ্ঠান হয়ে থাকে। এ ওরশ অনুষ্ঠানের  মধ্যে রয়েছে— হালকায়ে জিকির, দোয়া প্রার্থনা ও তবরাক বিতরণ। এ উপলক্ষে গাইবান্ধা জেলা ছাড়াও বিভিন্ন জেলা  হতে বহু ভক্তের শুভাগমন ঘটে।

যাতায়াত -গাইবান্ধা সদর উপজেলা পুরাতন ব্রীজ হইতে সিএনজি/ রিক্সা, অটো, বাস,  যোগে লক্ষ্মীপুর  বাজারে আসা যায়। তারপর পায়ে হেটে/ভ্যান/ রিক্সা যোগে পূর্ব দিকে ১ কিলোমিটার যেতে হয়।

ভাড়ার হার : গাইবান্ধা শহরের পুরাতন ব্রীজ হতে লক্ষ্মীপুর পর্যন্ত ১৫ -২০ টাকা। (জনপ্রতি) লক্ষ্মীপুর থেকে মাজার শরীফ যেতে ভ্যান/রিক্স ১০ টাকা জনপ্রতি।